নিউজ ডেস্ক : উৎপাদনের অগ্রিম তারিখ লিখে প্রতারণার দায়ে রাজবাড়ীতে প্রাণ-আরএফএল কম্পানির পাউরুটির ডিপোকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে সাত হাজার ৭৭৬ প্যাকেট।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, রাজবাড়ী উপজেলার খানখানাপুর বাজার এলাকায় প্রাণ-আরএফএলের একটি ডিপো আছে। এ ডিপো থেকে পুরো জেলায় প্রাণ-আরএফএল কম্পানির পাউরুটি ও অলটাইম ফ্যামিলি কেক সরবরাহ করা হয়।
গত মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় ওই ডিপোতে গিয়ে প্রাণ-আরএফএলের অলটাইম ফ্যামিলি কেকে উৎপাদন তারিখ পাওয়া যায়নি। আর অলটাইম ব্রেডে উৎপাদন তারিখ লেখা ৮ মে ২০১৯। কেকে উৎপাদন তারিখ না দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা এবং অলটাইম ব্রেডে অগ্রিম উৎপাদন তারিখ দেওয়ার অপরাধে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।