রাজবাড়ী: ১৯৫৪ সালে রাজবাড়ীতে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বাইসাইকেল ব্যবহৃত করেছিলেন। পরে প্রায় ৬০ বছরের বেশি সময় ধরে তা আগলে রেখেছিলেন ওয়াজেদ আলী মণ্ডল ওরফে ওয়াজেদ মেম্বার। তবে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ৮৪ বছর বয়সে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি— রাজিউন)।
শনিবার বাদ যোহর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে ওয়াজেদ মেম্বারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী বঙ্গবন্ধুর ব্যবহৃত বাইসাইকেলটি জাদুঘরে দিতে পেরেছিলেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আশাটি আর পূরণ হয়নি।
বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের ওয়াজেদ আলী মন্ডল বঙ্গবন্ধুর ব্যবহৃত বাইসাইকেলটি ৬১ বছর সযত্নে রাখার পর ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে জাতীয় জাদুঘরে সাইকেলটি হস্তান্তর করেন।
প্রসঙ্গত, ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী ওয়াজেদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচার চালাতে রাজবাড়ীতে এসেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সে সময় ওয়াজেদ চৌধুরীর বাড়িতে থেকে ১০/১২ জন সঙ্গী নিয়ে ইংল্যান্ডের ডানলপ কোম্পানির বিএসএ মডেলের একটি বাইসাইকেল চালিয়ে গ্রামের পর গ্রাম চষে বেড়িয়েছেন, চেয়েছেন ভোট। বঙ্গবন্ধু ১৪দিন বাইসাইকেলটি ব্যবহার করেন। ওই বাইসাইকেলটির মালিক হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের আবদুল ওয়াজেদ মণ্ডল।