রাজবাড়ী: ৪৯ হাজার টাকায় বিক্রি হয়েছে একটি কাতলা মাছ। বুধবার ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের এই বিশাল মাছটি ধরা পড়েছিলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে। সকালে দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকা থেকে জাল দিয়ে মাছটি ধরেন বক্কার হলদার নামের এক জেলে।
এ সম্পর্কে বক্কার হলদার জানান, ‘সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট হয়ে নৌকা নিয়ে মাঝ নদীতে নিয়ে যাই। সেখানে জাল ফেলার কিছুক্ষণ পরই দেখি জাল অনেক ভারি হয়ে আছে। অনেক কষ্টে নৌকায় জাল টেনে তুলে দেখি বিশাল আকৃতির এক কাতলা মাছ।’
তিনি ওই মাছকে নিজের জন্য আল্লাহ রহমত হিসেবে বর্ণনা করেন।
পরে বক্কার হলদারের কাছ থেকে মাছটি কিনে নেনদৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান সম্রাট। তিনি ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের কাতলা মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে কেনেন বলে জানা যায়।
এরপর এই বিশাল আকৃতির মাছটি তিনি টাঙ্গাইলের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। তিনি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৯৬০ টাকায় মাছটি বিক্রি করেছেন বলে জানিয়েছেন।