রাজবাড়ী থেকে : রাজবাড়ীর পদ্মা নদীতে সোমবার মধ্যরাতে গোপাল হালদার নামে এক জেলের জালে ২০ কেজি ওজনের রুই মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার দৌলতদিয়াঘাটে গিয়ে দেখা যায়, মাছটি দেখার জন্য স্থানীয় উৎসুক জনতা ভিড় করছেন। মাছটি দৌলতদিয়াঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২৪০০ টাকা কেজি দরে ৪৮০০০ টাকা দিয়ে কিনে নেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলে গোপাল হালদারের কাছ থেকে ৪৮০০০ টাকা দিয়ে আমি মাছটি কিনেছি। মাছটি আরও বেশি দামে বিক্রির আশা করছেন তিনি।