রাজবাড়ী থেকে : ‘আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিয়েছি। আমার মৃ'ত্যুতে সম্রাটের কোনো দোষ নেই। দয়া করে কেউ সম্রাটকে দো'ষ দেবেন না। সম্রাটকে কেউ কোনোভাবে দো'ষ দেবেন না। এটা সবার কাছে আমার শেষ চাওয়া।’
এমন চিঠি লিখে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁ'চিয়ে আ'ত্মহ'ত্যা করেছেন রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের ভবানীপুরের বাসিন্দা গৃহবধূ জয়া মালী (১৮)। আজ বিকেলে গৃহবধূ জয়া মালীর ম'রদে'হ উদ্ধার করে পুলিশ। জয়ার স্বামী সম্রাট শহরের মুরগিফার্ম বাজারে সেলুনের কাজ করেন।
আত্মহ'ত্যার আগে চিঠিতে জয়া মালী লিখেছেন, ‘আমার মা'রা যাওয়ার কারণ সবার ভালো থাকা। আমি মা'রা গেলে কয়েকদিন সবাই কাঁ'দবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। আমি জানি, আমাকে নিয়ে মা অনেক দু'শ্চি'ন্তা করে। আমাকে নিয়ে মাকে আর দু'শ্চি'ন্তা করতে হবে না। সত্যি বলছি, আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। সম্রাট ভালো থেকো, সবাই ভালো থেকো।’
জয়া মালী চিঠিতে আরও লিখেছেন, ‘বার বার সম্রাট আর আমার ঝ'গ'ড়া লাগবে। এ নিয়ে বার বার সবার দু'শ্চি'ন্তা হবে, তা আমি চাই না। আমি জানি, আমার বাড়ির সবাই চায় আমি ভালো থাকি। বেঁচে থেকে কাউকে দেখাতে পারব না আমি ভালো আছি। তাই বিদায় জানালাম। হয়তো আমি বাবার বাড়ি ফিরে যেতে পারতাম। কিন্তু ভাবলাম, বাড়ি ফিরে এই মুখ সবাইকে দেখাতে আমার ল'জ্জা লাগবে। আমি পারব না কাউকে দেখাতে আমার পোড়া মুখ। আই লাভ ইউ সম্রাট।’