রাজবাড়ী: ‘হতে চাই না বিয়ের পাত্রী, হতে চাই স্কুলছাত্রী’ স্লোগান নিয়ে বাল্যবিয়ে রোধ ও জনগণকে সচেতন করতে বাইসাইকেল নিয়ে দেশ ভ্রমণকারী মো. আনোয়ার হোসেন তালুকদার এখন রাজবাড়ীতে। দেশের ৬৪ জেলা ও ২২৭টি উপজেলা ভ্রমণ শেষে ২২৮তম উপজেলা হিসেবে গতকাল বুধবার রাজবাড়ী আসেন তিনি।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে দেখা যায় আনোয়ার হোসন তালুকদারকে। পেশায় কাঠমিস্ত্রি পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি কাঁধে একটি ব্যাগ নিয়ে পুলিশ সুপারের সাক্ষাতের জন্য যান। কার্যালয়ের সামনে একটি লাল রঙের বাইসাইকেল। পাঞ্জাবি আর সাইকেলের সামনে-পেছনে বাল্যবিয়ে সম্পর্কিত বিভিন্ন বিষয় ও তার ঠিকানা লেখা।
আনোয়ার হোসেন তালুকদার বগুড়া জেলার নিশিন্দারার বারবাকপুরের মৃ'ত আব্দুল বারী তালুকদারের ছেলে। তিনি জানান, তার ভাগনির বাল্যবিয়ে হয় এবং ১৪-১৫ বছর বয়সে বাচ্চা হলে স্বামী তাকে ছেড়ে দেয়। এরপর ওর বাবা সড়ক দু'র্ঘটনায় মা'রা গেলে ওই পরিবারের করুণ পরিণতি দেখে বাল্যবিয়ে রোধ ও জনগণকে সচেতন করতে ২০১৫ সালের মার্চে তার দোকান বিক্রি করে বাইসাইকেল নিয়ে দেশ ভ্রমণ শুরু করেন। ৬৭ দিনে তিনি ৬৪ জেলা ভ্রমণ করেন এবং জেলা পর্যায় শেষে এখন উপজেলায় লিফলেট বিতরণ করছেন।
তিনি জানান, ভ্রমণে তিনি সরকারি কোনো সহযোগিতা পাননি। শুধু ইউনিসেফের একটি প্রোগ্রাম করে তিন মাসে ৭২ হাজার টাকা পেয়েছিলেন। উপজেলা পর্যায়ে ভ্রমণ শেষে ইউনিয়নে ভ্রমণ করবেন। আর যেন কোনো মেয়ের বাল্যবিয়ে না হয় এবং তার ভাগনির মতো অবস্থা না হয় সেজন্য ভ্রমণ চালিয়ে যাবেন।