রবিবার, ২২ মার্চ, ২০২০, ০৪:৫৭:৪১

করোনা সন্দেহে আ.লীগ নেতাকে হাসপাতালে ভর্তি

করোনা সন্দেহে আ.লীগ নেতাকে হাসপাতালে ভর্তি

রাজবাড়ী থেকে : করোনা ভাইরাস সন্দে'হে রাজবাড়ীর পাংশা উপজেলা পৌর আওয়ামী লীগের এক নেতাকে ঢাকায় পাঠিয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নি'শ্চিত করেছেন। সম্প্রতি তিনি ভারত থেকে দেশে ফেরেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জয়ারা সুমি বলেন, ওই ব্যক্তি ভারত থেকে ৮ মার্চ দেশে এসে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। শুক্রবার অসুস্থ বোধ করলে পাংশার একটি ক্লিনিকের আইসোলেশনে তাকে রাখা হয়। রাতে তিনি উপজেলা হাসপাতালের আরএমওকে বিষয়টি জানান। সন্ধ্যায় করোনা সন্দেহে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭১ জনসহ শুক্রবার পর্যন্ত ১৮২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম-এর নেতৃত্বে বিদেশ থেকে আগত ১ হাজার ৭ শত ৮৭ জনের বাড়িতে হোম কোয়ারেন্টিনের স্টিকার লাগানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে