রাজবাড়ী থেকে : রাজবাড়ী সদর উপজেলার খানাখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার খানখানাপুর পশ্চিমপাড়ায় এ দুর্ঘ'টনা ঘটে।
আরিফুল ইসলাম খানখানাপুর পশ্চিমপাড়া গ্রামের মো. জিন্নাহ সেকের ছেলে। সে ভাণ্ডারিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র ছিল। আরিফুলের চাচা আক্কাছ সেক জানান, আরিফুল প্রতিদিনের মতো তার বাড়ির পাশের মসজিদে মাগরিবের আজান দিতে যায়। আজান দেয়ার জন্য মাইক্রোফোন হাতে নেয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গু'রুতর আহ'ত হয়। পরে স্থানীয় মুসল্লিরা উ'দ্ধা'র করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃ'ত বলে ঘোষণা করেন।