রাজবাড়ী থেকে : রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবসের নামে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দৌলতদিয়া পল্লীর যৌনকর্মীরা। এতে নেতৃত্ব দেন যৌনকর্মী নেত্রী ঝুমুর বেগম।
স্থানীয় যৌনকর্মীদের সংগঠন ,অসহায় নারী ঐক্য'র ব্যানারে বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশন এলাকায় মানবন্ধন করে তারা। যৌনকর্মীদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে পল্লীর বিভিন্ন বাড়িওয়ালী ও অসহায় কর্মীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে। বিজয় দিবসের নামে চাঁদাবাজি চেষ্টার প্রতিবাদ ও সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান যৌনকর্মীরা।
দৌলতদিয়া যৌনপল্লী কেন্দ্রিক সংগঠন অসহায় নারী ঐক্যে নেত্রী ঝুমুর বেগম বলেন, বিজয় দিবস পালন উপলক্ষে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান যৌনপল্লীর বিভিন্ন ব্যাক্তির কাছে চাঁদা দাবি করেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে এই কর্মসূচী পালন করেছেন। ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল একজন চাঁদাবাজ। তিনি ও তার লোকজন প্রায়ই চাঁদাবাজি করে থাকেন।
এদিকে, বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। তিনি বলেন, ‘নির্বাচিত হয়ে গত ২ বছর তিনি দৌলতদিয়া ঘাটকে চাঁদাবজি মুক্ত করার লক্ষ্যে তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন। ইতিমধ্যে এ সকল কারণে তাকে হত্যাচেষ্টাও করা হয়েছে। প্রশাসনের সহায়তায় দৌলতদিয়া ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে আমি আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।'
তিনি আরো বলেন, আমি কোনো চাঁদাবাজ চেয়ারম্যান নই। দৌলতদিয়া পূর্বপাড়ার অসহায় যৌনকর্মী মা-বোনদের কাছে কে বা কারা চাঁদা দাবি করেছে তাও আমি জানি না। অথচ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যতদিন বেঁচে থাকব,ততদিন এ সকল অন্যায়-অপরাধের বিরুদ্ধেই তিনি থাকবেন।