এমটিনিউজ ডেস্ক : স্বামী ও স্ত্রী নতুন কাপড় পরে এলাকায় ঘোরাঘুরির পর বাড়িতে আসেন। এরপর স্বামী ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন স্ত্রীকে। গতকাল বুধবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ অভিযুক্ত স্বামী রুবেল সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে। রুবেল একই গ্রামের অকুল সরদারের ছেলে। নিহত লিপি খাতুন (৩০) মাছপাড়ারই সাজুরিয়া গ্রামের এলেন আলী শেখের মেয়ে। স্বজন ও পাংশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ বছর আগে লিপি খাতুনের সঙ্গে বিয়ে হয় মাছ ব্যবসায়ী রুবেল সরদারের। তাঁদের সংসারে তিন ছেলে রয়েছে।
সাম্প্রতিক সময়ে রুবেল মাছের ব্যবসা ছেড়ে দিয়ে বেকার জীবন যাপন করছিলেন। এ নিয়ে সংসারে অভাবের পাশাপাশি ঝগড়া লেগেই থাকত। গত মঙ্গলবার দিনে ও রাতে স্বামী-স্ত্রী ঝগড়া করেন। পরদিন গতকাল ভোরে রুবেল নিজে নতুন জামা পরেন এবং স্ত্রীকে নতুন কাপড় পরতে বলেন। এরপর দুজন এলাকায় ঘোরাঘুরি করেন। সকাল সাড়ে ৭টার দিকে তাঁরা বাড়িতে ফেরেন। ফিরেই তাঁরা ঝগড়ায় জড়ান। এক পর্যায়ে রুবেল ঘরের দরোজা বন্ধ করে দেন।