রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৯শ গ্রাম ওজনের একটি বড় এবং ৯শ গ্রাম ওজনের আরেকটি মাঝারি আকৃতির ইলিশ মাছ। মাছ দুটি প্রায় ৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বুধবার ভোররাতে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে মোমিন ও জমিরের জালে মাছ দুটি ধরা পড়ে।
জানা গেছে, সকালে মাছগুলো দৌলতদিয়ার রওশন মোল্লার আড়তে বিক্রি করতে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে বড়টি ৩ হাজার ২শ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৮০ টাকায় এবং মাঝারিটি ১ হাজার ৬শ টাকা কেজি দরে ১ হাজার ৪৪০ টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
সূত্র আরও জানায়, উপজেলার অন্তারমোড় এলাকার জেলে মোমিন ও জমির তার সঙ্গীদের নিয়ে ভোরের দিকে ফেরিঘাট এলাকায় ধুন্দি জাল ফেলেন। পরে জাল টেনে তুলতেই তারা দেখেন বড় আকৃতির ওই দুটি ইলিশ মাছসহ বেশকিছু ছোট মাছ ধরা পড়েছে।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, তিনি পদ্মার সব ধরনের ছোট বড় মাছ কিনে মোবাইল ফোনে যোগাযোগ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন। বুধবার সকালে কেনা বড় ইলিশটি কেজিতে ২শ টাকা লাভে ৬ হাজার ৪৬০ টাকা এবং মাঝারিটিকে ১০০ টাকা লাভে ১ হাজার ৫৩০ টাকাসহ মোট ৭ হাজার ৯৯০ টাকায় বিক্রি করেন।
বড় ইলিশের খবর পেয়ে ফরিদপুরের এক ব্যবসায়ী দৌলতদিয়ায় তার আড়তে এসে মাছ দুটি কিনে নেন বলে চান্দু মোল্লা জানান।