এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছে। এ সময় কয়েকটি স্থানে শিলাবৃষ্টিও হয়েছে। সঙ্গে বজ্রপাত। শনিবার বিকেলে এই বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৪০ মিনিট) জেলাজুড়ে বৃষ্টি হচ্ছে।
জেলার পাংশা উপজেলায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে। উপজেলার চান্দুর মোড় এলাকা থেকে ৫ কেজি ওজনের একটি শিলা উদ্ধার করেছে স্থানীয়রা। শিলাটি দেখতে ভিড় করেছে অনেকে।
স্থানীয়দের দাবি, শিলাটি উদ্ধারের পর তা পরিমাপ করা হয়। যার ওজন ছিল ৫ কেজি। এত বড় শিলা আগে কখনো দেখেনি বলেও জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
চান্দুর মোড়ের এক দোকানদার সন্ধ্যায় বলেন, এক ঘণ্টা আগে শিলাটি রাস্তার ওপর পড়ে। তখন এটির ওজন ছিল ৫ কেজি। এখন গলে ৩ কেজির মতো আছে। তবে এ বিষয়ে জেলা বা উপজেলা কৃষি অফিসের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।