শনিবার, ১৩ মে, ২০২৩, ০৪:৩৫:০০

নদীর এক ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি!

নদীর এক ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি!

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর এক ইলিশ মাছ বিক্রি হয়েছে ৯ হাজার ৮০৪ টাকায়।  সেই মাছের ওজন ছিল ২ কেজি ৫৮০ গ্রাম। শনিবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার ফরিদপুরের সীমান্তবর্তী দেবীপুর চরের জেলে জাহাঙ্গীর হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে আনা হলে স্হানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে ৯ হাজার ২৮৮ টাকায় ক্রয় করেন। 

এর পর মুঠোফোনে বিভিন্ন স্হানে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ৮০৪ টাকায় মাছটি বিক্রি করেন। 

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, অনেক দিন পর এত বড় সাইজের ইলিশ মাছ দেখা গেল এ এলাকায়। মাছটি বিক্রি করে আমার কিছু টাকা লাভও হয়েছে বলে জানান এ ব্যবসায়ী।

তিনি আরও বলেন, পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা আছে। এ ক্ষেত্রে দাম কোনো বিষয় নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে