বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১১:৪৯:৫১

৩৫ হাজার টাকায় বিক্রি হলো ২৯ কেজির মাছটি!

৩৫ হাজার টাকায় বিক্রি হলো ২৯ কেজির মাছটি!

এমটিনিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে প্রায় ২৯ কেজি ওজনের একটি বড় বাঘাইড় মাছ ধরা পড়ে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পাবনা অঞ্চলের জেলেরা জাল ফেলে মাছটি ধরেন। 

মাছটি বিক্রির জন্য ফেরিঘাটের রওশন মোল্লার আড়তে আনা হয়। সেখানে প্রকাশ্য নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সর্বোচ্চ এক হাজার দুইশ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।

শাহজাহান শেখ জানান, প্রায় ২৯ কেজি ওজনের বাঘাইড়টি তিনি এক হাজার দুইশ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় কিনে নেন। মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বিক্রির জন্য ঢাকাসহ বিভিন্ন স্থানে পরিচিত ব্যক্তিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে। 

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজিব জানান, বাঘাইড় মাছ বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত। মাঝে মধ্যেই এ অঞ্চলে এ মাছ ধরা পড়ছে। তবে এ মাছ সংরক্ষিত বন্যপ্রাণী আইনের আওতায় চলে গেছে। মৎস্য সংরক্ষণ আইনে না থাকায় আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে