সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ১১:৫০:০১

৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি পদ্মায় ধরা ৩৮ কেজির বাগাইড়

৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি পদ্মায় ধরা ৩৮ কেজির বাগাইড়

এমটিনিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীর মোহনায় জেলে হারুন হালদারের জালে ৩৮ কেজি ওজনের ১ টি বাগাইড় মাছ ধরা পড়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া বাজারের রওশন মোল্লার মাছের আড়ত থেকে নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুদ রানা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় কিনে নেন।

জেলে হারুন হালদার বলেন, ‘বেশ কিছুদিন ধরে পদ্মা নদীতে দেশীয় প্রজাতির বড় কোনো মাছ পাওয়া যাচ্ছিল না। মাছ না পাওয়ায় হতাশ ছিলাম। নদীতে পানি বাড়ায় অনেক দিন পর আজ শুক্রবার সাড়ে ৩ টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় জাল ফেললে ৩৮ কেজি ওজনের এ বাগাইড় মাছটি ধরা পড়ে।’

দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মাসুদ রানা বলেন, ‘মাছটি আড়তে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ক্রয় করি। মাছটি কেনার পর বিক্রির জন্য ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখলে উৎসুক জনতা দেখতে ভিড় করে। পরে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করে দিয়েছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে