সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ০৩:০১:২৯

২৭ হাজার টাকায় বিক্রি হলো কাতল মাছটি

 ২৭ হাজার টাকায় বিক্রি হলো কাতল মাছটি

এমটিনিউজ ডেস্ক:  রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে গোবিন্দ হালদারে জালে ধরা পড়েছে সাড়ে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ।

সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের দুলালের আড়ত থেকে উন্মুক্ত নিলামে ২৭ হাজার ৬৭৫ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

এরআগে ভোরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের কাছে পদ্মা নদীতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জেলে গোবিন্দ হালদার জালে এই বিশাল আকৃতির মাছটি ধরা পরে। পড়ে মাছটি বিক্রি করতে দৌলতদিয়ার দুলালের আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকাল ১০টার দিকে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে এক হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৬৭৫ টাকায় কাতল মাছটি কিনেছি। পড়ে মাছটি সামান্য লাভে বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, পদ্মা নদীর মাছ সু-স্বাদু। আমি ছোট বড় সব ধরনের মাছ কেনাবেচা করি। ফোনে যোগাযোগের মাধ্যমে দেশের বিভিন্নস্থানে প্রতিদিন পার্সেলের মাধ্যমে চাহিদা অনুযায়ী মাছ পাঠাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে