এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাটের গোডাউনসহ একাধিক দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের সার ব্যবসায়ী কাইয়ুম মোল্লার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুন মুহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সাহেব আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই টিভি মেকানিকের দোকান থেকে আগুন দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পাশের পাটের গোডাউন, সার-কীটনাশকের দোকান, মোটরসাইকেলের গ্যারেজসহ বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা সৈয়দ শরাফত আলী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ও পাংশা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। দেড় ঘণ্টার প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনই বলা সম্ভব না।