সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৭:৩৭

যে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে ৪ জেলায় ৭ বিয়ে!

যে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে ৪ জেলায় ৭ বিয়ে!

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রেমের ফাঁদে ফেলে বিয়ে ও প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজবাড়ীতে আবুল কালাম আজাদ ওরফে শাহরিয়ার নাফিস ইমন ওরফে বুলবুল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণার মাধ্যমে রাজবাড়ীসহ কয়েক জেলায় অন্তত সাত বিয়ে করেছেন তিনি।

এছাড়া ধর্ষ'ণ, বিয়ের নাটক সাজিয়ে প'তিতা'লয়ে বিক্রি চেষ্টা ও সরকারি চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের বাসিন্দা।

শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এসপি জিএম আবুল কালাম আজাদ। তিনি জানান, জেলার পাংশার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আজাদ। পরে একাধিকবার ধ'র্ষণের পর বিয়ের নাটক সাজিয়ে ওই তরুণীকে পতি'তা'লয়ে বিক্রির চেষ্টা করেন তিনি।

ওই তরুণীর মা বিষয়টি বুঝতে পেরে আজাদের বিরুদ্ধে থানায় ধ'র্ষণ, প্রতারণা ও মানব পাচার আইনে মামলা করেন। মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন আজাদ। আজাদ চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে দুইটি করে এবং রাজবাড়ীতে একটি বিয়ে করেছেন। 

বিয়ের পর তিনি শ্বশুরবাড়ি থেকে মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতেন। বিয়ের পাশাপাশি চাকরি দেওয়ার নামেও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। করোনাকালে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে এক কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন আজাদ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি প্রতারণার মামলা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে