সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ১১:৪৫:৪৯

তরমুজ খেয়ে হাসপাতালে একই পরিবারের ৪ জন!

তরমুজ খেয়ে হাসপাতালে একই পরিবারের ৪ জন!

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের দাবি তরমুজ খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন।

সোমবার (২৫ মার্চ) দুপুরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান।

ডায়রিয়ায় আক্রান্তরা হলেন- সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন (৫২), ছেলে রুহুল আমিন (২৩), পুত্রবধূ রূপসী বেগম (২০) ও নাতনী রাজিয়া আক্তার (১৩)।

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন বলেন, শনিবার রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে একটি তরমুজ কিনি। ওই দিন ইফতারের সময় অর্ধেক তরমুজ খাওয়া হয়। পরদিন রোববার ইফতারের সময় বাকি অর্ধেক তরমুজ খাওয়া হলে রাত থেকেই পরিবারের চার সদস্যের পাতলা পায়খানা শুরু হয়। পরে সোমবার দুপুরে হাসপাতালে এসে ভর্তি হই।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, অসুস্থদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তরমুজ খেয়েই যে অসুস্থ হয়েছে সেটা বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়া হয়ে এরা অসুস্থ হয়ে পড়েছেন। কি কারণে তারা অসুস্থ হয়েছে সেটা নিশ্চিত হতে পরীক্ষা করে বলা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে