সোমবার, ২৪ জুন, ২০২৪, ০৬:০৫:২০

দুই ভাই-বোনকে একসঙ্গে কামড়ালো সাপ

 দুই ভাই-বোনকে একসঙ্গে কামড়ালো সাপ

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর পাংশার কসবামাজাইলে সাপে কামড়ানো রিফাত (১৫) ও জান্নাতি (৬) নামে দুই ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দংশন করা সাপটি মেরে হাসপাতালে নিয়ে হাজির হন তাদের স্বজনরা।

রোববার (২৩ জনু) রাত সাড়ে ৮টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তাদের ভর্তি করা হয়। রিফাত ও জান্নাতি পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের উজির মন্ডলের সন্তান।

জানা গেছে, রিফাত ও জান্নাতিকে রোববার (২৩ জুন) রাত ৮টার দিকে তাদের বাড়ির পাশ থেকে সাপে কামড়ায়। পরে দ্রুত তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনে ভর্তি করেন স্বজনরা। এ সময় তাদের দংশনকৃত সাপটিকে মেরে সঙ্গে করে আনা হয়।

সঙ্গে আনা সাপ দেখে এবং রোগীদের পরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক ডা. এনাম নিশ্চিত হন এটি কোনো বিষধর সাপ না। তারপরও রোগীরা সম্পূর্ণ বিপদমুক্ত কি না তা নিশ্চিত হতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী জানান, তার নিজের তত্ত্বাবধানে যথাযথ চিকিৎসা দিয়ে সাপে কামড়ানো দুই রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা সুস্থ আছে। তারপরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগীদের সঙ্গে আনা সাপটি দেখে মনে হচ্ছে এটি কোনো বিষধর সাপ নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে