রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৬:১৯

আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার

আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর পাংশায় সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় যুবলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস লিফলেট ও ১০টি বাশের লাঠি উদ্ধার করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।

এর আগে, শনিবার ভোর ৪টা ৩০ মিনিটে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাস স্ট্যান্ডের পাশে বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাংশা পৌরসভার চাঁদপুর এলাকার মৃত রহমত আলী শেখের ছেলে মো. নয়ন শেখ (৪০), নিশ্চিন্তপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. নাজমুল হোসাইন (৩৪) ও নারায়নপুর এলাকার মো. নজরুল কাজীর ছেলে মো. রবিউল ইসলাম বাবু (৩৮)।

পুলিশ জানায়, ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগের সরকারবিরোধী লিফলেট বিতরণ করছিল। এমন সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশের একটি টহল টিম গিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১৫/২০ জন পালিয়ে যান। তাদের কাছ থেকে ৩০ পিস লিফলেট ও ১০টি বাশের লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন মো. জিল্লুল হাকিম (সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি), তার ছেলে মিতুল হাকিম (জেলা আওয়ামী লীগের সদস্য), খন্দকার সাইফুল ইসলাম বুড়ো (পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি) ও আয়নাল সরদারের (অতুল) নির্দেশে তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করছিল।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে সরকারবিরোধী আওয়ামী লীগের লিফলেট বিতরণের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে