পরে সেখান থেকে কৌশলে পালিয়ে আসে স্ত্রী আকলিমা খাতুন (১৯)। নিজে এ অভিযোগ করেন স্বামীর বিরুদ্ধে।
সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর থানায় স্বামী রাজুসহ তিনজনের নামে লিখিত অভিযোগ করেন আকলিমা।
অভিযুক্তরা হলেন স্বামী দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে রাজু (২৩), ননদ মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের খাকচার আলীর স্ত্রী জুলেখা খাতুন ওরফে ঘিনারা (২৫) ও শাশুড়ি মনজেরা খাতুন (৪৫)।
আকলিমা জানান, এক বছর আগে তিনি রাজুর সঙ্গে প্রেম করে বিয়ে করেন। গত ১৫ জুন স্বামী, ননদ ও শাশুড়ি কৌশলে ঢাকায় বেড়াতে নিয়ে যাবার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে যান। সেখানে ৫০ হাজার টাকায় তাকে বিক্রি করে দেয়।
রাজবাড়ীতে তিন মাস আটকে রেখে আকলিমাকে দিয়ে জোর করে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। গত ১১ সেপ্টেম্বর রাতে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। এরপর তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।