 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে সত্যিই ফেঁসে গেল এক শিশু। উজানচর ইউনিয়নের দুদু খানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাকিব (১০)।
পরিবারিক সূত্র জানায়, রাকিব সন্ধ্যার পর তার ছোট ভাইকে নিয়ে নিজ ঘড়ের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসি ফাঁসি খেলছিল। এ সময় হঠাৎ ওড়নাটি তার গলায় শক্তভাবে পেঁচিয়ে গেলে সে তা ছাড়ানোর চেষ্টা করলে পায়ের নিচে থাকা বালিশ সরে যায়। এতে ওই অবস্থায়ই তার মৃত্যু হয়।
পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব উপজেলার দুদু খান গ্রামের মো. মজিবর রহমানের ছেলে ও দুদু খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
২৯ আগস্ট ২০১৪/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমজেইউ/দৌলত/