রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য সুখবর, ভর্তি পরীক্ষায় এবার যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। তবে বাড়ানো হয়েছে ফি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতবারের তুলনায় ভর্তির অবেদন ফি বৃদ্ধি করা হয়েছে। তবে ভর্তির ন্যূনতম যোগ্যতা শিথিল করা হয়েছে।
আসলাম হোসেন জানান, আবেদনকারীর যোগ্যতা শিথিল করা হয়েছে। মানবিক থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে, যা আগে ছিল ৭.৫০।
বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে, যা আগে ছিল ৮.০০।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে, যা আগে ছিল ৮.৫০।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
তিনি জানান, এবার ভর্তির আবেদন ফিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। বি-ইউনিটে ৩৩০ টাকা দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে, যা আগে ছিল ৩০০টাকা; সি ইউনিটে ৭১৫ টাকা, আগে ছিল ৭০০ টাকা; ডি ইউনিটে ৫৫০ টাকা, আগে ছিল ৫০০ টাকা; ই ইউনিটে ৮২৫ টাকা, আগে ছিল ৮০০টাকা; এফ ইউনিটে ৬০৫ টাকা, আগে ছিল ৫৫০ টাকা এবং এইচ ইউনিটে ৫৫০ টাকা, আগে ছিল ৫০০ টাকা। তবে এ, জি ও আই ইউনিটে ফি অপবির্তিত রয়েছে।
৯টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর শুরু হয়ে চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। শুধু ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম