রাজশাহী : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের না চিনলে শিক্ষকতা করার কোনো যোগ্যতা নেই। প্রতিটি শিক্ষার্থীকে চিনুন। তারা কি করছে, কার সঙ্গে মিশছে- সব বিষয়েই খোঁজ নিন।
তিনি বলেন, এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিলে প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। পর্যায়ক্রমে ব্যর্থ শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ড এ মতবিনিময় সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।
শিক্ষামন্ত্রী বলেন, জঙ্গি সংগঠনগুলো স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জান্নাতের হুরপরি পাওয়ার লোভ দেখিয়ে জঙ্গিবাদে সম্পৃক্ত করছে। দেশের অর্থনীতির ক্ষতি করতে জঙ্গিরা বিদেশিদের হত্যা করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। কিন্ত তাদের এ পরিকল্পনা কোনোদিন সফল হবে না।
তিনি বলেন, শিক্ষানীতির মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে ভালোভাবে গড়ে তোলা। নতুন প্রজন্ম যাতে সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক শামসুল হুদা, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন প্রমুখ।
২০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম