সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৮:১৭

লাউয়াছড়া জাতীয় উদ্যানে কাটছে বন,ধসছে মাটি, ভড়ছে ছড়া

লাউয়াছড়া জাতীয় উদ্যানে কাটছে বন,ধসছে মাটি, ভড়ছে ছড়া

অাহাদ,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা অধিনস্ত সংরক্ষিত বন লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলছে ছড়া পরিস্কারের নামে অবাদে জঙ্গলও মাটি কাটা। বনের ভিতরে রয়েছে একাদিক পাহাড়ি ছড়া।

লাউয়াছড়ার এই প্রাকৃতিক ছড়া গুলোতে পানি খাওয়ার জন্য বন্যপ্রাণী অাসে। এই বনে রয়েছে ৬ প্রজাতির বানর,৩৯ প্রজাতির সাপ, এছারাও রয়েছে বন্য শুক,খরগোশ, মায়া হরিণ, মেছবাগ, এবং ১৬৭ প্রজাতির উদ্ভিদ, রয়েছে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী। অার এই  প্রাকৃতিক ছড়া গুলো হল বন্যপ্রাণী পানি খাওয়ার একমাএ উৎস। অার এই বন্যপ্রাণীর পানির উৎস ছড়া গুলোকে পরিস্কার করার নামে চলছে দুই পাশের  জঙ্গল কাটা, যার ফলে ছড়ার দু পাশে  হচ্ছে ভৃমিধস এবং ভরাট হচ্ছে প্রাকৃতিক ছড়া গুলো। এ বিষয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক (বন্যপ্রাণী) বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন  ছড়া খনন করা হচ্ছে কোন জঙ্গল বা মাটি কাটা হচ্ছে না। তবে বাস্তবে হল তার বিপরিত ছড়ার দুই পাশের জঙ্গল এবং মাটি কেটে পরিস্কার করা হচ্ছে কোথাও কোন ছড়া খনন হয় নি।
০৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে