রাঙামাটি: একটি কাতলা মাছ সর্বোচ্চ কত বড় হতে পারে? আপনি এখন পর্যন্ত কত বড় কাতলা দেখেছেন? হ্যা, এ জন্যই প্রশ্ন করা যে, এখন যে কাতলের খবর জানবেন এত বড় কাতলা সম্ভব আগে দেখেননি কখনো!
বুধবার রাতে রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশালাকৃতির এক কাতলা মাছ। এ ঘটনায় জেলেরাসহ অনেকেই অপবাক বনে গেছেন।
বিশাল আকৃতির মাছটি বৃহস্পতিবার সকালে তোলেন জেলেরা। এ ঘটনা বাজারে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমান। পরে মাছ ব্যবসায়ী আবদুস শুক্কুর মাছটি কিনে নেন।
জেলেদের কাছ থেকে মাছটি কত টাকায় কিনেছেন, তা জানাতে অস্বীকৃতি জানান আবদুস শুক্কুর। তবে মাছটি রাঙামাটির বনরূপা মাছবাজারে নিয়ে ২৫ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।