রাঙামাটি থেকে : রাঙামাটির দূর্গম বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল হান্নান আরব নামে এক প্রিজাইডিং অফিসারসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ১৪ জন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাইছড়ির সিজক এলাকায় নির্বাচনী কাজ শেষে উপজেলা সদরে ফেরার পথে নয় কিলো এলাকায় হামলার শিকার হন তারা।
নিহতরা হলেন, প্রিসাইডিং অফিসার শিজক কলেজের শিক্ষক আব্দুল হান্নান, আইন-শৃঙ্খলা বাহিনী ভিডিপি সদস্য মো. আল আমিন, ভিডিপি বিলকিস (৩৫), ভিডিপি মিহির কান্তি দত্ত ও কিশালয় প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিম সারোয়ার জানান, আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সিএমএস হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সপার মো. আলমগীর ফকির বলেছেন, এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার নির্বাচনে বাঘাইরহাট ও মাচালং ভোট কেন্দ্রে দায়িত্ব পালন শেষে সন্ধ্যা ৬টার দিকে বাঘাইছড়ি ফিরছিলেন ওই দুটি কেন্দ্রে দায়িত্ব পালন করা কর্মকর্তা, আনসার ও পুলিশ সদস্যরা।
তাদের বহনকারী দুটি গাড়ি দীঘিনালা বাঘাইছড়ি সড়কের নয় কিলোমিটার এলাকায় পৌঁছানোর পর পাশের পাহাড় থেকে অজ্ঞাত বন্দুকধারীরা 'ব্রাশফায়ার' করে। ফলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত ও অন্যরা গুরুতর আহত হন। তবে স্থানীয়দের দাবি, গুলিতে আটজন নিহত হয়েছেন।