বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ১০:১৭:৩৭

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভিড়

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভিড়

রাহিব ফয়ছল,  সিলেট প্রতিনিধি  : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমন তথ্যে এতোদিন যে সব শিক্ষার্থীরা নিয়মিত ক্যাম্পাসে উপস্থিত ছিলেননা তাদের বেড়েছে উপস্থিতি। সিলেটের বেসরাকারী বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে জয়গা সংকটের কারণে হিমশিম খাচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় ও কলেজের সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির নির্দেশনা মোতাবেক অনুপস্থিত শিক্ষার্থীদের ডাটা সংগ্রহ করে অনিয়মিত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হয়েছে। এতেই বেড়েছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে উপস্থিতির পরিমাণ। আরো জানাগেছে, অনুপস্থিত শিক্ষার্থীরা অনেকেই আবার নিজেদের ভর্তি বাতিল করছেন। কেউ কেউ আবার সাবেক ফি দিয়ে নিয়মিত শিক্ষার্থী হচ্ছেন।

গত ২ জুলাই রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁয় জঙ্গি হামলা ও ৭ জুলাই ঈদের দিন দেশের বৃহত্তম ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় জড়িত জঙ্গিদের পরিচয় শনাক্ত হয়েছে। এতে দেখা গেছে, হামলাকারীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এছাড়া তাদের অনেকে দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল। এর পরিপ্রেক্ষিতে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা ও নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা চেয়ে সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয় সরকারের পক্ষ থেকে। এ পরিপ্রেক্ষিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ই শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন শুরু করেছে।

এ ব্যাপারে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার জানান, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিষয়ে তথ্য সংগ্রহ ও বিশেষ করে অনুপস্থিতির তথ্য প্রদানের পত্র এসেছে। কর্তৃপক্ষ এ নিয়েও একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমি সেই কমিটিরি সভাপতি। আমরা ইতোমধ্যে সব বিভাগের কাছে তথ্য চেয়ে পত্র পাঠিয়েছি।

সব তথ্য হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়া হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব জানান, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর তালিকা ও নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো তাদের শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন করছে। এখন পর্যন্ত নিখোঁজ কোনো শিক্ষার্থী শনাক্ত হয়নি। তালিকা প্রণয়ন শেষে বোঝা যাবে কেউ নিখোঁজ রয়েছে কি না।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন জানান, সরকারের কাছ থেকে চিঠির পাশাপাশি আমরা সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা প্রণয়ণের কাজ চলছে। এখনও নিখোঁজ কোনো শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। পাওয়া গেলে জানানো হবে।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক তারেক উদ্দিন তাজ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী তালিকা প্রণয়ন করা হবে। প্রণীত তালিকায় কোনো নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান এখনও পাওয়া যায়নি।
২১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে