ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ে স্বামীর দেয়া মালামাল লুট করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে শাম্মি আক্তার চম্পা (২৭) নামে এক গৃহবধূর বিরুদ্ধে। বুধবার (০৩ মার্চ) রাতে এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন পলাতক গৃহবধূর স্বামী মনতাজ আলী (৩০)।
থানায় অভিযোগে জানা গেছে, সদর উপজেলা পাহাড় ভাঙ্গার শামসুদ্দিনের মেয়ে শাম্মি আক্তার চম্পার সাথে একই উপজেলার উত্তর পাড়া গ্রামের মোত্তালেব আলীর ছেলে মনতাজের সঙ্গে বিয়ে হয় দশ বছর আগে। দীর্ঘ ৮ বছরের সংসারে একটি মেয়ে সন্তানও আসে ওই পরিবারে। প্রতিদিনের মতো গত ১ মার্চ মনতাজ কর্মস্থল থেকে বাসায় ফিরে দেখতে পায় ঘরের ভেতরে থাকা নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও প্রায় সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালংকারসহ স্ত্রী নেই।
আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারেন জেলার রুহিয়া থানার লিটনের সঙ্গে পালিয়ে গেছেন ওই গৃহবধূ সে। পরবর্তীতে ঘটনার জের ধরে থানায় অভিযোগ দেন মমতাজ। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।