মঙ্গলবার, ২৩ মে, ২০১৭, ০৬:১২:২৮

পাকিস্তানের ভূখন্ডে ভারতীয় সেনার বিধ্বংসী আঘাত

পাকিস্তানের ভূখন্ডে ভারতীয় সেনার বিধ্বংসী আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মাটিতে বিধ্বংসী আঘাত ভারতের। নিয়ন্ত্রণরেখা বরাবর গুঁড়িয়ে দেওয়া হল পাকিস্তানী সেনার একাধিক বাঙ্কার। নৌশেরা সেক্টরে ভারতীয় বাহিনী এই অভিযান চালিয়েছে। ভারতীয় সেনার তরফ থেকে এই অভিযানের খবর নিশ্চিত করেছে।

ভারতীয় সেনার মুখপাত্র মেজর জেনারেল অশোক নারুলা মঙ্গলবার জানিয়েছেন, কাশ্মির উপত্যকার আবহাওয়া ধীরে ধীরে অনুকূল হচ্ছে এবং বিভিন্ন গিরিপথের বরফ গলছে। সেই সুযোগ নিয়ে ফের সশস্ত্র জঙ্গিদের উপত্যকায় ঢোকানোর তোড়জোড় শুরু করেছিল পাক সেনা। পাক চক্রান্ত ভেস্তে দিতে পরিকল্পনা মাফিক অভিযান চালানো হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

মেজর জেনারেল নারুলা বলেন, ''তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে উপত্যকার বরফ গলতে শুরু করেছে, তাই পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশের আশঙ্কাও বেড়েছে। সেনাবাহিনী এই ধরনের আশঙ্কার মোকাবিলা করতেই তত্‍পরতা বাড়িয়েছে।''

নিয়ন্ত্রণরেখা বরাবর নিজেদের দাপট বাড়াতে এবং অনুপ্রবেশ রোখার জন্য সন্ত্রাস-বিরোধী অভিযান তীব্র করতে ভারতীয় বাহিনী যে পরিকল্পনা তৈরি করেছে, তার অঙ্গ হিসেবেই পাক বাঙ্কারগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও মেজর জেনারেল নারুলা জানিয়েছেন।

কাশ্মির উপত্যকার যে সব এলাকা দিয়ে জঙ্গি অনুপ্রবেশ হয়, বছরের অনেকটা সময়ই বরফ জমে দুর্গম হয়ে থাকে সেই সব এলাকা। বরফ গলতে শুরু করার পরই পাক বাহিনী ফের জঙ্গিদের ঢোকাতে তত্‍পর হয়। সেই মরসুম প্রায় এসেই গিয়েছে, তাই তত্‍পরতা বাড়াতে শুরু করেছে ভারত। জানিয়েছে ভারতীয় সেনা।

নিয়ন্ত্রণরেখার ওপারে বসে পাক বাহিনী নিরুপদ্রবে ভারতে জঙ্গি ঢোকানোর প্রস্তুতি নেবে, তেমনটা আর ঘটতে দেওয়া যাবে না বলে জানিয়েছে ভারতীয় সেনা। সেই কারণেই সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার ওপারে পাক-ভূখন্ডে বিধ্বংসী আঘাত হানা হয়েছে বলে ভারতীয় সেনা দাবি করছে।

শুধু নৌশেরাতে অবশ্য নয়, গোটা কাশ্মির উপত্যকাতেই সন্ত্রাস-বিরোধী অভিযান জোরদার করেছে ভারত। শনিবার নওগামে টানা ২৪ ঘণ্টা লড়াই চালিয়ে ৪ জঙ্গিকে মেরেছে সেনা। সে সংঘর্ষে তিন ভারতীয় সেনাও নিহত হয়েছেন।

সম্প্রতি পাক-ভারত নিয়ন্ত্রণ রেখায় সংলগ্ন এলাকায় হামলা চালিয়ে দুই ভারতীয় সেনার মাথা কেটে নিয়ে গিয়েছিল পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। ভারত জানিয়েছিল, এর জবাব পাকিস্তানকে দেওয়া হবে। কিন্তু কোথায়, কখন, কী ভাবে জবাব দেওয়া হবে, তা ভারতই স্থির করবে। সেই জবাব দেওয়া শুরু হয়ে গেল, বলছে ভারতের ওয়াকিবহাল মহল।

২৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে