শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:২৫:৫৩

যে কোনো মুহূর্তে আঘাত এই ক্ষেপণাস্ত্রের!

যে কোনো মুহূর্তে আঘাত এই ক্ষেপণাস্ত্রের!

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের হুমকি, নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপের তোয়াক্কা না করে আবার জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি গুয়াম দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।

জাপানের উত্তরে হোক্কাইডো দ্বীপের উপর দিয়ে উড়ে যায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র। সেখান থেকে প্রায় দুই হাজার কিলোমিটার পূর্বে প্রশান্ত মহাসাগরের উপর আছড়ে পড়েছে সেটি। স্থানীয় সময় সকাল ৭টার দিকে সাইরেনের শব্দে মানুষ সতর্ক হয়ে পড়ে।

মোবাইল ফোনের মাধ্যমেও তাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে পরামর্শ দেয়া হয়। তবে পর পর এমন দুটি ঘটনা সত্ত্বেও জাপানের উত্তরে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় তেমন কোনো প্রভাব পড়েনি।

দক্ষিণ কোরিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে।

তাদের সূত্র অনুযায়ী, ১৯ মিনিট ধরে সেটি আকাশে ছিল। ৭৭০ কিলোমিটার সর্বোচ্চ উচ্চতা ছোঁয়ার পর সেটি মোট ৩,৭০০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে আঘাত হানে। অর্থাৎ গুয়াম দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি এই ক্ষেপণাস্ত্রের আওতায় ছিল।

এই সাফল্য সত্ত্বেও উত্তর কোরিয়া নির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর নিখুঁত আঘাত হানার ক্ষমতা আয়ত্ত করেছে কিনা, তা নিয়ে অনেক মহলে সন্দেহ রয়ে গেছে।

যাবতীয় চাপ সত্ত্বেও উত্তর কোরিয়ার এমন ধারাবাহিক বেপরোয়া আচরণের জবাব কী হতে পারে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট অবস্থান দেখা যাচ্ছে না। অ্যামেরিকা ও জাপানের অনুরোধে শুক্রবারই জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, গোটা বিশ্বকে একযোগে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে স্পষ্ট বার্তা পাঠাতে হবে। সে দেশ তার আচরণের মাধ্যমে বিশ্বে শান্তি বিঘ্নিত করছে।

উল্লেখ্য, এর আগে উত্তর কোরিয়া জাপানকে ‘ডুবিয়ে দেবার' হুমকি দিয়েছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সে দেশের বিরুদ্ধে ‘নতুন পদক্ষেপ' নেবার ইঙ্গিত দিয়েছেন। কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উত্তর কোরিয়া আরো একঘরে হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বলেছেন, এই মুহূর্তে উত্তর কোরিয়ার সাথে সংলাপ একেবারেই অসম্ভব। তিনি উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা করতে নিজের প্রশাসনে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, সরাসরি সমরাস্ত্রের আঘাত ছাড়াও দক্ষিণ কোরিয়া ইলেকট্রো-ম্যাগনেটিক পাল্স অথবা জৈব রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার আশঙ্কা করছে।

উ.কোরিয়ার লাগাম টেনে ধরতে ব্যবস্থা নেয়ার আহবান যুক্তরাষ্ট্রের
উত্তর কোরিয়ার বেপরোয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লাগাম টেনে ধরতে ‘সরাসরি পদক্ষেপ’ নিতে চীন ও রাশিয়ার প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর তারা এ আহবান জানালো। ক্ষেপণাস্ত্রটি জাপানের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এক বিবৃতিতে বলেন, একদিকে ‘চীন তাদের বেশিরভাগ তেল উত্তর কোরিয়ায় সরবরাহ করে থাকে। অপরদিকে রাশিয়া হচ্ছে উত্তর কোরিয়ার বিশাল শ্রমবাজার। কোরিয়ার এমন বেপরোয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কোনোভাবেই মেনে নেয়া হবে না এই ব্যাপারে রাশিয়া ও চীনকে তাদের নিজ দেশের পক্ষ থেকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সরাসরি কঠোর পদক্ষেপ নেয়ার মাধ্যমে অবশ্যই বুঝিয়ে দিতে হবে।’

শুক্রবার পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র জাপানের হোক্কাইদো দ্বীপের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ছে। স্থানীয় সময় ভোর ৬টা ৫৭ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। প্রায় ২০ মিনিট আকাশে থাকার পর এটি স্থানীয় সময় ৭টা ১৬ মিনিটে সাগরে পড়ে। ক্ষেপণাস্ত্রটি ৭৭০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠেছিল। এ ছাড়া, সাগরে পড়ার আগে এটি ৩৭০০ কিমি পথ পাড়ি দিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

ক্ষেপণাস্ত্র সংক্রান্ত আরো তথ্য বিশ্লেষণ করে দেখছে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক বাহিনী।

এদিকে জাপানে এ ক্ষেপণাস্ত্র বেশ আতঙ্কের সৃষ্টি করেছে। জাপানের আকাশসীমা দিয়ে যাওয়ার সময়ে দেশটির এনএইচকে টেলিভিশন হোক্কাইদো দ্বীপবাসীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায়। স্থানীয় সময় সকাল ৭টা ৬ মিনিটের সময়ে এটি জাপানের আকাশসীমা পাড় হয়ে যায়।

পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে জরুরি জাতীয় নিরাপত্তা বৈঠকে বসবে জাপান সরকার।

এদিকে জাপানের প্রধান ক্যাবিনেট সচিব সাংবাদিকদের বলেছেন, গত মাসের ২৯ তারিখে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল আজকেরটি হয়ত তারই মতো। কঠোর ভাষায় পিয়ংইংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিন্দা করেছে জাপান।

দক্ষিণ কোরিয়াও জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব করেছে। পিয়ংইয়ংয়ের পরীক্ষার জবাবে জাপান সাগরে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে