আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা পাকিস্তানি পাইলট মোহাম্মদ হাসান সিদ্দিক প্রশংসায় ভাসছেন। এরই মধ্যেতাকে বীর আখ্যা দিয়ে যুদ্ধবিমানে মিসাইল হামলার একটি ভিডিও ও তার কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
খুব নিপুণ দক্ষতার সাথে পাইলট মোহাম্মদ হাসান সিদ্দিক ভারতীয় যুদ্ধবিমান টার্গেট করে সেটি ভূপাতিত করেন।
এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাকিস্তান সীমান্তবর্তী জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকার মাটি খুঁড়ে ১৪ হাজার নিরাপদ বাঙ্কার নির্মাণ শুরু করেছে ভারত।
পাকিস্তান থেকে বোমা হামলা হলে বাসিন্দারা যাতে প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিতে এ ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।
সূত্রের খবর, ইট, পাথর আর লোহা দিয়ে তৈরি বাঙ্কারগুলো বানাতে ৫০ কোটি টাকা মতো খরচ হতে পারে। স্থানীয় ঘরবাড়ির চেয়ে তিন গুণ পুরু দেওয়াল ও ছাদ দিয়ে মাটির নীচের এই বাঙ্কারগুলো নির্মাণ করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমে খবর, মঙ্গলবার ভোরে ভারতীয় বিমান বাহিনীর প্রত্যাঘাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে জইশ শিবির ধ্বংস হয়। এদিন সন্ধ্যা থেকেই নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন বিভিন্ন এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারি বোমা বর্ষণ করে পাকিস্তান। ভারতও পাল্টা বোমা জবাব দেয় বলে জানা গেছে।
এই অবস্থায় ওই সব এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে প্রতিদিনই। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার ডিএম রাহুল যাদব বলেন, “গত সপ্তাহে নতুন করে এই সব শেল্টার নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে।
সীমান্তে বাঙ্কার নির্মাণের এই প্রকল্পটি যদিও গত বছরের জুনে শুরু হয়। দু’পক্ষ যখন বোমা বর্ষণ শুরু করে, তাতে স্থানীয়দের ঘরবাড়ি ছেড়ে ছোটাছুটি করতে হয়। তাই তাঁদের সুবিধায় এমন পরিকল্পনা নিয়েছে সরকার।”
সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোর বাসিন্দারা জানান, তারা ঘরবাড়ি ছেড়ে পালাতে পালাতে ক্লান্ত। স্থানীয় গরিব কৃষক পরিবারগুলো তাদের গবাদিপশু ও ফসল ফেলে রেখে বারবার এলাকা ছেড়ে পালাতে গিয়ে যে কতটা ক্ষতির মুখে পড়েন তা অবর্ণনীয়।
চাচওয়াল গ্রামের ৭৫ বছর বয়সি বাসিন্দা তানাত্তার সিং বলেন, “২০০২ সালে বাড়ির সামনে গুলি খেয়ে মারা গেছে আমার মেয়ে। তার পরেও কম বার দেখিনি গোলাগুলি, রোজ লেগে আছে। জীবনের ঝুঁকি নিয়ে থাকি আমরা।” গমক্ষেতে ঘেরা বাড়ির দেওয়ালে হাত রেখে জানালেন, বাড়ি বাঁচাতে পারব না। প্রাণ তো বাঁচাতে হবে।
তানাত্তার সিং জানান, তাঁদের গ্রামের চারশ’ পরিবারের জন্য একটি বাঙ্কার নির্মাণ করা হবে। মাটি খোঁড়া হচ্ছে। এগুলোর কিছু কিছু পানির নীচে, কিছু চাষের জমির মধ্যে আবার কিছু আছে বাড়িঘরের আশপাশে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হন। এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনজইশ-ই-মোহাম্মদ। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে।
এই হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে দেশটি।
এখানেই থেমে নেই গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করে পাকিস্তান সেনারা। জবাবে ভারত পাকিস্তানের দুটি যুদ্ধবিমানকে ভূপাতিত করে।
সূত্র: দ্য ওয়াল