শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ১১:৪৬:৩৫

মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে আজকের মধ্যপ্রাচ্য!

মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে আজকের মধ্যপ্রাচ্য!

আন্তর্জাতিক ডেস্ক : সেদিন হয় তো আর বেশি দূরে নয়, যেদিন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশ কিছু এলাকা। জলবায়ু পরিবর্তনবিষয়ক একটি গবেষণা রিপোর্টে এমনই আশঙ্কার কথা বলা হয়েছে।

গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান এমআইটি বলেছে, ‘জলবায়ু পরিবর্তনের উচ্চমানের একটি গবেষণা রিপোর্টে দেখা গেছে, এই শতাব্দীর মধ্যেই পারস্য উপসাগরীয় অঞ্চলের অনেক অংশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক তাপদাহ দেখা দিতে পারে।’

‘পারস্য উপসাগরে সম্ভাব্য তাপদাহ’ শিরোনামের ওই গবেষণা রিপোর্টে গ্রিন হাউজ গ্যাস নির্গমনের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে এবং এই নির্গমন রোধ করার মাধ্যমে মারাত্মক তাপদাহ কিভাবে আটকানো যেতে পারে সেটাও দেখানো হয়েছে।

সর্বশেষ প্যারিস জলবায়ু সম্মেলনের আগে ন্যাচার কাইমেট চেঞ্জ নামক জার্নালে গবেষণার বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। গবেষণাটি পরিচালনা করেছেন এমআইটির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আলফাতিহ আলতাহির ও লয়োলা ম্যারিমাউন্ট ইউনিভার্সিটির জেরেমি পল।

রিপোর্টে এই অঞ্চলের পরিস্থিতি তুলে ধরা হয়েছে যেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণের অভাবে অগভীর পানি, প্রখর সূর্যতাপ অঞ্চলটিকে জলবায়ু পরিবর্তনের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে, যা ভবিষ্যতে মানুষের বসবাসের অযোগ্য করে তুলতে পারে অঞ্চলটিকে।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উল্লেখযোগ্য পদক্ষেপের অভাবে উপসাগরীয় অঞ্চলের অনেক বড় শহরে মানুষ বেঁচে থাকার জন্য ন্যূনতম পরিবেশও হারিয়ে যেতে পারে, এমনকি ছায়াযুক্ত ও বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে এমন জায়গাগুলোও বাদ যাবে না বলে আলতাহির ও পলের এ গবেষণায় দেখা গেছে। আলতাহির বলেন, ইতঃপূর্বে বিশ্বের আর কোনো স্থান সম্পর্কেই এমন রিপোর্ট করা হয়েনি বলে জানি আমরা।’
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে