শনিবার, ২৫ জুলাই, ২০২০, ০৮:৫৪:০৫

বলিউডে আমি কোণঠাসা, ইন্ডাস্ট্রির একটা গ্যাং আমার নামে গু'জব রটাচ্ছে : এ আর রহমান

বলিউডে আমি কোণঠাসা, ইন্ডাস্ট্রির একটা গ্যাং আমার নামে গু'জব রটাচ্ছে : এ আর রহমান

বিনোদন ডেস্ক : ''বলিউডে আমি কো'ণঠা'সা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একটা গ্যাং রয়েছে, যারা সবসময়েই আমার বি'রু'দ্ধে একটা গু'জব র'টিয়ে বেড়ায়। মুকেশ ছাবড়া যখন আমার কাছে 'দিল বেচারা'র প্রস্তাব নিয়ে আসেন তখন সেই ধা'রণা আমার আরও পরিষ্কার হয়'', বি'স্ফো'রক এ আর রহমান।

কোন গ্যাং, কাদের বি'রু'দ্ধেই বা অ'ভিযোগ তুললেন রহমান? ভারতের একমাত্র অস্কারজয়ী সংগীত পরিচালকের মুখে যখন এমন বি'স্ফো'রক মন্তব্য শোনা যায়, সেই বিষয়ে কৌ'তূহল থাকাটাই স্বাভাবিক! এক যুগেরও বেশি সময় ধ'রে রহমান তার সৃষ্টিতে মুগ্ধ করে আসছেন গোটা দেশ তথা দুনিয়াকে। 

দক্ষিণী ইন্ডাস্ট্রি কিংবা বলিউডের সীমানা পেরিয়ে বছর খানেক আগেই তিনি পশ্চিমী বিনোদুনিয়ায় পাড়ি জমিয়েছেন। সেখানেও রীতিমতো সফল। এ আর রহমানের কনসার্ট মানেই উন্ম'ত্ততার পা'রদ তুঙ্গে। কোনও একটা বলিউড ছবিতে সংগীত পরিচালক তিনি রয়েছেন জানলেই দর্শকরা নি'শ্চিত হয়ে যান যে ছবির গানগুলি অন্তত দুর্দা'ন্ত হবেই! আর সেই তা'বড় সংগীতকারের মুখে কিনা এই কথা যে, ''বলিউডের কোনও গ্যাং তার বি'রু'দ্ধে গু'জব র'টাচ্ছে..!''

সদ্য মুক্তিপ্রাপ্ত 'দিল বেচারা' ছবিতে মনভোলানো সংগীতের নে'পথ্যে কিন্তু রয়েছেন রহমান। সেই সুবাদেই এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন ছোঁড়া হয়েছিল যে বলিউডে এত কম কাজ কেন করেন তিনি? সেখানেই এমন বি'স্ফো'রক মন্তব্য রহমানের। ''আমি কখনোই ভাল ছবিতে কাজ করার প্রস্তাব না'কচ করি না। তবে ইন্ডাস্ট্রিতে কোনও এক গ্যাং রয়েছে, যারা অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। আমার বি'রু'দ্ধে মিথ্যে গু'জব ছড়াচ্ছে। এমনকী, পরিচালক মুকেশ ছাবড়া যখন আমার কাছে 'দিল বেচারা'র প্রস্তাব নিয়ে আসেন তখন সেই ধা'র'ণা আমার কাছে আরও পরিষ্কার হয়ে ওঠে।''

কিন্তু কী ধরণের ভুল গু'জব র'টাচ্ছে ওই গ্যাং? প্রশ্নের উত্তরে রহমান জানান, ''মুকেশ আসার দু'দিনের মধ্যেই চারটি গান কম্পোজ করে ওকে দিই আমি। মুকেশ তখন আমাকে জানান যে, স্যার আপনার সম্পর্কে তো অনেকেই অনেক কথা বলেছেন এতদিন। এমনকী অনেকেই ওঁকে পরামর্শ দিয়েছিলেন আমার কাছে না আসার জন্য। মুকেশ এও বলেছেন যে, বহু লোক তাকে একাধিক গল্প শুনিয়েছেন আমার বি'রু'দ্ধে…। 

মুকেশের ওই মন্তব্যের পরই আমার ধা'রণা আরও স্প'ষ্ট হয় যে, কেন কোনও হিন্দি ছবি কিংবা কোনও ভাল সিনেমায়ে মিউজিকের প্রস্তাব আমার কাছে আসে না। বাধ্য হয়েই একটা গ্যাং'য়ের চ'ক্রা'ন্তের শি'কার হয়ে ডার্ক কিছু ছবির কাজ আমাকে বেছে নিতে হচ্ছে! তবে আমি কাউকে জানাইও না যে তারা কতটা ক্ষতি করছে। আমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি। আমি অন্য অনেক কাজ করছি। কিন্তু সবাইকে বলছি, আরও ভাল ভাল ছবি বানান এবং সেসব ছবির মিউজিকের জন্য আপনারা যে কোনও সময়ে আসতে পারেন আমার কাছে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে