বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ০৩:৩১:২৯

বিরাট এক সুখবর পেলেন হিরো আলম

বিরাট এক সুখবর পেলেন হিরো আলম

বিনোদন ডেস্ক : বিরাট এক সুখবর পেলেন হিরো আলম। হিরো আলমকে নিয়ে নিজের ২৬তম চলচ্চিত্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। ছবিটির প্রযোজনা করবেন হিরো আলম। ছবিতে হিরো আলমের বিপরীতে বিদেশি চরিত্র থাকবে। বুধবার রাতে ফেসবুক লাইভে মালেক আফসারী নিজেই এ ঘোষণা দিয়েছেন। 

এ বিষয়ে হিরো আলম বলেছেন, যেহেতু আমি একটি ছবি প্রযোজনা করেছি। আমি মনে করি এটাও পারবো। ওস্তাদ আমাকে (মালেক আফসারী) নিয়ে ছবি বানাতে চেয়েছে, এটা আমার জন্য আনন্দের। আমি মনপ্রাণ দিয়ে সেই ছবির জন্য কাজ করবো।

লাইভে হিরো আলমকে মালেক আফসারী বলেন, গল্প রেডি আছে। কথা দিলাম আমার ২৬তম ছবিতে তুমি কাজ করবে। তোমার বিপরীতে বিদেশি নায়িকা থাকবে। তুমি যে মিউজিক ভি'ডিও দিয়ে ভাইরাল হয়েছে সেটা আবার নতুন করে বানানো যেতে পারে। আর তোমাকে এখন থেকে সমালোচনামূলক মিউজিক ভি'ডিও করা যাবে না। যেসব করবা সব ভালো ভি'ডিও করবা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে