সোমবার, ০৩ আগস্ট, ২০২০, ১০:৫৭:৩৮

২৫ ফেব্রুয়ারি বান্দ্রা থানায় জানিয়েছিলাম ছেলে বিপদে আছে : সুশান্তের বাবা

২৫ ফেব্রুয়ারি বান্দ্রা থানায় জানিয়েছিলাম ছেলে বিপদে আছে : সুশান্তের বাবা

বিনোদন ডেস্ক : ছেলে বিপদের মধ্যে রয়েছেন। চলতি বছরের গোড়ার দিকেই এমন আভাস পেয়েছিলেন। হাত গুটিয়ে বসে থাকেননি। গত ২৫ ফেব্রুয়ারি বান্দ্রা থানায় জানিয়েও ছিলেন নিজের আশ'ঙ্কার কথা। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি। নতুন ভিডিও পোস্ট করে এমনই বি'স্ফো'রক দাবি করলেন সুশান্ত সিং রাজপুতের বাবা।

যতদিন যাচ্ছে, ততই জ'টিল হচ্ছে সুশান্তের মৃত্যুর ত'দ'ন্ত। এবার তার বাবা কেকে সিংয়ের নয়া মন্তব্যে নতুন করে বিত'র্ক দানা বাঁ'ধল। ভিডিওতে তিনি বলেন, ''২৫ ফেব্রুয়ারি বান্দ্রা থানায় জানিয়েছিলাম, আমার ছেলে বি'পদের মধ্যে রয়েছে। কিন্তু পুলিশ তখন কিছুই করেনি। তারপর তো ১৪ জুন ওকে হা'রালাম। ৪০ দিনের বেশি সময় পেরিয়ে গেল। এখনও কিছু করল না।'' 

অর্থাৎ আরও একবার তিনি বুঝিয়ে দিতে চাইলেন, মুম্বাই পুলিশের ভূমিকায় তিনি খুশি নন। যদিও এই বিষয় নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে চাননি মুম্বাই পুলিশ কমিশনার পরমবীর সিং। এরপরই বিহার সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে ঘ'টনার পূর্ণাঙ্গ তদ'ন্ত হয়। এখানেই থামেননি কেকে সিং। আরও একবার সুশান্ত মৃত্যুতে আপাতত 'মূল অভিযুক্ত' হিসেবে উঠে আসা রিয়া চক্রবর্তীকে ফের কা'ঠগড়ায় দাঁড় করান তিনি।

তার দাবি, বিহার পুলিশ রিয়াকে বয়ান রেকর্ড করার চেষ্টা করলেও কোনওরকম সহযোগিতা করেননি সুশান্তের বান্ধবী। মাঝে রটে যায়, রিয়া চক্রবর্তীকে নাকি খুঁ'জেই পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় রয়েছেন, তা ট্র্যাক করার চেষ্টা করছে বিহার পুলিশ। কিন্তু রিয়ার আইনজীবী সতীশ মণিশিণ্ডে এমন খবর সম্পূর্ণ ভি'ত্তিহী'ন বলেই দাবি করেন। তার কথায়, বিহার ডিজিপি বলেছেন, রিয়া বে'পা'ত্তা বলে তার বয়ান নেওয়া যায়নি। কিন্তু এমনটা নয়। মুম্বাই পুলিশকে রিয়া ইতিমধ্যেই বয়ান দিয়েছেন। তদ'ন্তে যথেষ্ট সহযোগিতা করছেন। কিন্তু বিহার পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও শ'মনই পাঠানো হয়নি।

এদিকে, বিহার পুলিশের তদ'ন্তকারী আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে জো'র করে কোয়ারেন্টাইনে পাঠানো নিয়ে প্রশ্ন করা হলে BMC-র দিকেই পুরো বিষয়টি ঠেলে দেন মুম্বাইয়ের সিপি। তবে পরে মুম্বাই পুলিশের তরফে বলা হয়, পাটনার এসএসপির অনুরোধ মতো এসপি বিনয় তিওয়ারির থাকার সমস্ত ব্যবস্থাই করা হয়েছিল। তদ'ন্তে সহায়তার জন্য একটি গাড়িরও বন্দোবস্ত করা হয়। তবে বিনয় তিওয়ারিকে 'অকারণে' কোয়ারেন্টাইন করার তী'ব্র প্রতিবা'দ জানিয়েছে বিহার পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে