শনিবার, ০৮ আগস্ট, ২০২০, ০৫:৩৪:৪৪

সাড়ে ৮ ঘণ্টা জেরায় কিছুই মনে করতে পারেনি রিয়া

সাড়ে ৮ ঘণ্টা জেরায় কিছুই মনে করতে পারেনি রিয়া

বিনোদন ডেস্ক : সাড়ে ৮ ঘণ্টা ম্যারাথন জে'রার পর শুক্রবার (৭ আগস্ট) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দপ্তর থেকে ছাড়া পান রিয়া চক্রবর্তী। জেরার আগে রিয়া চক্রবর্তীকে সম্পত্তি এবং দুটি ফ্ল্যাটের কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু অভিনেত্রী সে সব দলিল এবং ত'থ্য ছাড়াই শুক্রবার সকালে ইডির দপ্তরে হাজির হন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইডির তরফে দিন দুয়েক আগেই তাকে তার সম্পত্তি এবং ২টি ফ্ল্যাটের কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু অভিনেত্রী সেসব দলিল এবং তথ্য ছাড়াই শুক্রবার সকালে ইডির দপ্তরে হাজির হন। যথারীতি জে'রার মুখে পড়তে হয় তাকে। ইডির তরফ থেকে এই বিষয়ে জিজ্ঞা'সাবা'দ করা হলে রিয়া বলেন, তিনি ভুলে গিয়েছেন কোথায় ফ্ল্যাট-বাড়ির কাগজপত্র রেখেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের বরাত দিয়ে জানা যায়, রিয়াকে যে সমস্ত প্রশ্ন করা হয়েছে সবগুলোতেই প্রায় একই উত্তর দেন, 'ঠিক মনে করতে পারছি না, কী হয়েছিল।' আগামী সপ্তাহে ফের রিয়াকে তলব করতে পারে ইডির কর্মকর্তারা।

সুশান্ত সিং রাজপুতের বাবার করা অর্থ আ'ত্মসা'তের মামলায় শুক্রবার ইডি কার্যালয়ে হা'জিরা দেন রিয়া। এছাড়া পাশাপাশি জে'রা করা হয় তার ভাই শৌমিক চক্রবর্তী, সুশান্ত সিং রাজপুতের সাবেক বিজনেস ম্যানেজার শ্রুতি মোদি এবং রিয়ার অ্যাকাউন্টেন্ট রীতেশ শাহকে। প্রত্যেকের জিজ্ঞা'সাবা'দই আলাদা আলাদা ঘরে হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে