বিনোদন ডেস্ক : হোঁ'চট খেয়ে পা ম'চকে ফেলেছেন অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন। এর বাইরেও তিনি একজন নৃত্যশিল্পী ও সঙ্গীতশিল্পী। করোনার এই সময়টা ঘরব'ন্দী থাকলেও নিজ বাসাতেই দু'র্ঘটনার শি'কার হলেন তিনি।
মেহের আফরোজ শাওন জানান, ঘুমাতে যাওয়ার আগে বাথরুমে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে পায়ের গোড়ালি ম'চকে গেছে। রুম থেকে বাথরুমে ঢোকার সময় উঁচু জায়গা খেয়াল করিনি, পা লেগে পড়ে যাচ্ছিলাম। পুরোপুরি পড়ে যাইনি, তাই বড় ধ'রনের ঝামেলা হয়নি, শুধু পা ম'চকে গেছে।
তবে গতকাল খুব খারাপ কে'টেছে। ব্যথায় চিৎকার–চেঁচামেচি করেছি। চিকিৎসকের সঙ্গে কথা বলে ওষুধ সেবন করেছি। ফিজিওথেরাপি দিয়েছে। এখন কিছুটা ভালো আছি। এখন বাসাতে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শমতে, সপ্তাহখানেক বিশ্রামে থাকতে হবে। নিয়ম মেনে চললে ১০/১২ দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এই অভিনেত্রী।