সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৭:১২

কোয়ারেন্টিনে একসঙ্গে থাকায় দেহরক্ষীর সঙ্গে প্রেম! পামেলার জীবনে নতুন পুরুষ

কোয়ারেন্টিনে একসঙ্গে থাকায় দেহরক্ষীর সঙ্গে প্রেম! পামেলার জীবনে নতুন পুরুষ

বিনোদন ডেস্ক : একসময় জগৎজোড়া সুখ্যাতি ছিল এই লাস্যময়ীর। আজও তাই। নয়ের দশকে পুরুষ হৃদয়ে ঝড় তুলতেন তিনি। শরীরী আবেদনে টইটম্বুর তণ্বী পামেলা অ্যান্ডারসন ছিলেন 'প্লেবয়' ম্যাগাজিনের স্টার। তার প্রচ্ছদ স্বপ্ন দেখাতে বাধ্য করত পুরুষদের। তার 'বেওয়াচ'ও অনেক পুরুষের হৃদয়ে হিল্লোল তুলেছিল। প্রেমে পড়তে জুড়ি নেই পামেলার। 

জীবনে কতবার সম্পর্ক ভে'ঙেছেন, তার পর ফের নতুন সম্পর্ক গড়েছেন ইয়'ত্তা নেই ৫৩ বছর বয়সী পামেলা অ্যান্ডারসন। তবে, এবার প্রেমে পড়লেন তাঁরই ব্যক্তিগত এক দেহর'ক্ষীর সঙ্গে। ৪০ বছরের এই দেহর'ক্ষি দু'বছর ধরে মডেল-অভিনেত্রীর নিরা'পত্তার দায়িত্ব পালন করতেন। সূত্রের খবর, মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের পরই একসঙ্গে কোয়ারানটিনে ছিলেন পামেলা ও তার দেহর'ক্ষী। এরপর দু'জনই প্রেমে পড়ে যান। 

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র আরও খবর, নতুন প্রেম নিয়ে ভীষণ সিরিয়াস পামেলা। বিয়ের কথাও ভাবছেন নতুন প্রেমিকের সঙ্গে। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি 'ব্যাটম্যান' খ্যাত প্রযোজক জন পিটার্সের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পামেলা। কিন্তু সেই বিয়েও টিকল না। ১২ দিন পর ডিভোর্স হয়ে গেল অভিনেত্রীর। এর আগে পাঁচবার ব্যর্থ হয়েছে তার বিয়ে। তাঁর আগে টমি লি এবং কিড রককে বিয়ে করেছিলেন তিনি। সেইগুলি ভেঙে যাওয়ার পর তিন নম্বর বিয়ে করেন পেশাদার পোকার খেলোয়াড় রিক সলোমনকে। সেটাও আবার একবার নয়, দু'বার। সেই সম্পর্ক দানা না বাঁধায় একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান পামেলা। কিন্তু সেই সম্পর্ক পরিণতি পর্যন্ত পৌঁছয়নি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে