বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২:৫৪

ফারুকের অবস্থা আরও আশ'ঙ্কাজনক, সিঙ্গাপুরে নেয়া হতে পারে

ফারুকের অবস্থা আরও আশ'ঙ্কাজনক, সিঙ্গাপুরে নেয়া হতে পারে

বিনোদন ডেস্ক : সেপ্টেম্বরের শুরুতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার 'মিয়া ভাই' খ্যাত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। টানা ৮ দিনের চিকিৎসা শেষেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়। বিশেষ করে জ্বর ছাড়ছে না অভিনেতার। দিন দিন শারীরিক অবস্থা আরও খা'রাপ হয়ে এখন আশ'ঙ্কাজনক পরি'স্থিতি। তাই দ্রুত উন্নত চিকিৎসা নি'শ্চিত করতে সিংগাপুরে নেয়ার চিন্তাভাবনা করছে পরিবার।

এ বিষয়ে অভিনেতার স্ত্রী ফারহানা ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, ''আসলে কী করলে তিনি সুস্থ হয়ে উঠবেন ভেবে পাচ্ছি না। তার জ্বর নামছেই না। আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনা টেস্টেও নেগে'টিভ ফলাফল এসেছে। টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও টেস্ট করা হয়েছে। রিপোর্টে খা'রাপ কিছু পাওয়া যায়নি। তবু ১০১ ডিগ্রির নিচে নামছে না গায়ের তাপমাত্রা। স্বাভাবিকভাবেই দুশ্চি'ন্তা বাড়ছে।''

ফারহানা ফারুক আরও বলেন, ''সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। করোনার কারণে বর্তমানে বিদেশে যাতায়াতে অনেক জ'টি'লতা আছে। তবুও উনাকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে যাব। আপনারা দোয়া করবেন।'' সম্প্রতি শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না ঢাকাই ছবির সাদাকালো যুগের অন্যতম এই নায়কের। অনেক দিন ধ'রেই ঠান্ডা-জ্বরে আ'ক্রা'ন্ত তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে