বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৫:০৩

কঙ্গনাকে ওয়াই-প্লাস নিরাপ'ত্তা! কারা পেয়ে থাকেন এমন কমা'ন্ডো নিরা'পত্তা?

কঙ্গনাকে ওয়াই-প্লাস নিরাপ'ত্তা! কারা পেয়ে থাকেন এমন কমা'ন্ডো নিরা'পত্তা?

বিনোদন ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের শা'সকদল শিবসেনার সঙ্গে বা'কযু'দ্ধ। তার জে'রে অভিনেতা কঙ্গনাকে ওয়াই-প্লাস নিরা'পত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়। ১১ জন কমা'ন্ডো সব সময় ঘিরে রাখবে কঙ্গনাকে। দু'‌জন সব সময় তার সঙ্গে থাকবে। এক জন তার বাড়িতে মোতায়েন থাকবে ২৪ ঘণ্টা।

প্রাণের হু'মকি পেলেই কি তাকে বিশেষ নিরা'পত্তা দেবে সরকার?‌ নাহ্‌। একেবারেই নয়। একে বলে ''‌ভিআইপি সি'কিউ'রিটি''‌। সমাজের বা সরকারের বিশেষ ব্যক্তিত্বকেই এই নিরা'পত্তা দেওয়া হয়। আমআদমিকে নয়। সরকার খুব প্রয়োজন না বুঝলে কাউকে সিআরপিএফ-এর নিরা'পত্তা দেয় না। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরই প্রাণের ঝুঁ'কি রয়েছে। সেক্ষেত্রে রাজ্য পুলিশ নিরা'পত্তা দেয় সেই ব্যক্তিকে। সিদ্ধান্ত নেয় নিদ্ধিষ্ট রাজ্য সরকার।

কোনও ব্যক্তিকে কোন স্তরের নিরাপত্তা দেওয়া হবে, তা কীভাবে স্থির হয়?‌ কাকে কোন স্তরের নিরা'পত্তা দেওয়া হবে, তা স্থির করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়। গোয়ে'ন্দা সংস্থা (‌আইবি)‌ এবং গু'প্ত'চর সংস্থা (‌র)‌ যে তথ্য দেয়, তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, কাকে কোন স্তরের নিরা'পত্তা দেওয়া হবে। মন্ত্রনালয় খতিয়ে দেখে, সেই ব্যক্তির কোনও সন্ত্রা'সবা'দী বা সংগঠনের থেকে কোনও বি'পদ রয়েছে কিনা। 

ফোনে আড়ি পেতে বা বিভিন্ন ব্যক্তির ওপর ন'জর রেখে এসব ত'থ্য জো'গাড় করেন গোয়ে'ন্দারা। প্রধানমন্ত্রী, তার পরিবার, স্বরাষ্ট্র মন্ত্রী, নিরা'পত্তা উপদে'ষ্টার মতো উ'চ্চপ'দস্থ আমলারা স্বাভাবিকভাবেই এ ধ'রনের নিরা'পত্তা পায়। ২০১৭ সালে দীপিকা পাড়ুকোনও কর্নি সেনার হু'মকি পেয়েছিলেন। তাহলে তাকে কেন কেন্দ্রীয় নিরা'পত্তা দেওয়া হল না?‌

কাউকে কেন্দ্রীয় নিরা'পত্তা দেওয়া হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় এবং বিদেশ মন্ত্রনালয়। কেন কাউকে কেন্দ্রীয় নিরা'পত্তা দেওয়া হল, সেই কারণ প্রকাশ্যে আনা বেআ'ইনি। এই কেন্দ্রীয় নিরা'পত্তা দেওয়া নিয়ে বহু অ'ভিযো'গ উঠেছে। কিন্তু তার পরও স্পষ্ট নেয়, কেন আর কাকে এই নিরা'পত্তা দেওয়া হচ্ছে। এও অ'ভিযো'গ ওঠে, রাজনৈতিক যোগ না থাকলে এই নিরা'পত্তা পাওয়া যায় না।

ক'‌টি স্তরের কেন্দ্রীয় নিরা'পত্তা হয়?‌ মোট ছ'‌টি স্তরের কেন্দ্রীয় নিরা'পত্তা হয়। এক্স, ওয়াই, ওয়াই প্লাস, জেড, জেড প্লাস, এসপিজি (‌স্পে'শাল প্রোটে'কশ'ন ফো'র্স)‌। এসপিজি মূলত প্রধানমন্ত্রী এবং তার পরিবারকেই দেওয়া হয়। বাকি স্তরের নিরা'পত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

এক্স স্তর- এক জন ব'ন্দু'কধা'রি এক জন ব্যক্তির নিরা'পত্তায় থাকেন। ওয়াই- এক জন বন্দু'কধা'রি সব সময় সঙ্গে ঘোরে। আর এক জন (‌রোটে'শনে মোট চার জন)‌ বাড়িতে মোতায়েন থাকে। ওয়াই প্লাস— দু'‌জন ব'ন্দু'কধা'রি (‌আরও চার জন রোটে'শনে)‌ সব সময় সঙ্গে ঘো'রে। এক জন (‌রোটেশনে আরও চার জন)‌ বাড়িতে থাকে।

জেড- ছ'‌জন ব'ন্দু'কধারি সঙ্গে থাকে। বাড়িতে দুই (‌রোটে'শনে আরও আট)‌। জেড প্লাস— ১০ জন ব'ন্দু'কধারি সঙ্গে ঘো'রে। বাড়িতে থাকে আরও দুই (‌সঙ্গে আরও আট)‌। অনেকক্ষেত্রে হয়, নির্দিষ্ট কোনও জায়গায়ই কোনও ব্যক্তিকে কেন্দ্রীয় নিরা'পত্তা দেওয়া হয়। তার বাইরে নয়। যেমন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে মাওবা'দীদের হু'মকির জন্য ওই রাজ্যেই কেন্দ্রীয় নিরা'পত্তার ব্যবস্থা করা হল। তিনি রাজ্যের বাইরে গেলে আর ওই নিরা'পত্তা পাবেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে