বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:২২:৫৬

মহারাষ্ট্রের রাজনৈতিক সমীক'রণে ব'দল, বিজেপি যা পারেনি তাই করে দেখাচ্ছেন কঙ্গনা

মহারাষ্ট্রের রাজনৈতিক সমীক'রণে ব'দল, বিজেপি যা পারেনি তাই করে দেখাচ্ছেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাউত কী এবার মহারাষ্ট্রের রাজনৈতিক সমী'করণ বদলে দেবেন। অনেকটা তেমনই ই'ঙ্গিত দিচ্ছে আরব সাগরের পানি। কারণ কঙ্গনা রানাউত ইস্যুতে ইতিমধ্যে শিবসেনার ভূমিকা উষ্মা প্রকাশ করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। ইতিমধ্যেই এনসিপি প্রধান শরদ পাওয়ার মরাহাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আর সেনার নেতা সঞ্জয় রাউতের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করবেন বলেও জানিয়েছেন। 

কঙ্গনা ইস্যুতে বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশ যে পদক্ষেপ গ্রহণ করেছে তার রীতিমত স'মালো'চনা করেছেন তিনি। বুধবার দুপুর থেকে পলি হিলে কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মের অফিস ভা'ঙার কাজ শুরু করেছিল শিবসেনার অধীনে থাকা বৃহন্নুম্বই পুরসভা। কিন্তু বম্বে হাইকোর্টের নির্দে'শে আপাতত সেই কাজ বন্ধ করা হয়েছে। শিবসেনার এই কাজই পছন্দ নয় শরদ পাওয়ারের। তিনি বলেছেন এই জাতীয় কাজে অভিনেত্রীকে আরও বেশি জনপ্রিয়তা দেওয়া হবে। 

পাশাপাশি এনসিপি প্রধানের বক্তব্য ছিল, মুম্বাইয়ে অ'বৈ'ধ নির্মাণ নতুন কোনও বিষয় নয়। কিন্তু পুরসভার যেভাবে কঙ্গনার অফিস ভা'ঙতে গেছে আর যেভাবে তা প্রচার করা হচ্ছে তাতে আখেরে কঙ্গনারই লাভ বলেও তিনি মনে করেন। তার মতে, বিষয়টিকে রী'তিম'ত বড় করে দেখাচ্ছে মিডিয়া। আর তাতে এই ক্ষ'তি হতে পারে সরকারের। কিন্তু বিএমসির অ'ভিযো'গ কঙ্গনা যেভাবে তার অফিস তৈরি করেছেন তাতে ১৪টি নিয়ম ল'ঙ্ঘ'ন করা হয়েছে। 

বিএমসির আরও অ'ভিযো'গ তিনি যেহেতু মুম্বাইতে ছিলেন না তাই তাকে অ'তিরি'ক্ত সময় দেওয়া হয়েছিল। মুম্বাইয়ের মেয়রের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় নথি দাখিল করতে ব্য'র্থ হয়েছেন কঙ্গনা। তাই অফিস ভে'ঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্যদিকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস কঙ্গনার সমর্থনে ময়দানে নেমেছেন। তিনি বলেছেন বিএমসি যে পদক্ষেপ গ্রহণ করেছে তা মহারাষ্ট্রের ইতিহাসে আগে কখনও হয়নি।

অন্যদিকে, কঙ্গনা বুধবার মুম্বাইতে নেমেই উদ্ধব ঠাকরেকে একহা'ত নিয়েছেন। তার অফিস ভা'ঙা নিয়ে কঙ্গনা বলেছেন, 'উদ্ধব ঠাকরে, তুমি কী মনে কর। তুমি ফিল্ম মা'ফি'য়াদের সাথে একত্রিত হয়ে আমার বাড়িটি ভে'ঙে ফেলেছো এবং আমার উপর প্র'তিশো'ধ নিয়েছো। আমার বাড়িটি আজ নয় ভে'ঙে ফেলা হয়েছে, কাল তোমার অহংকারও এভাবেই ভে'ঙে পড়বে। মনে রাখবে সময়ের চাকা সবসময় এক থাকে না। তা সবসময় ঘো'রে। সময়ের পরিবর্তন হবে।

এই মন্তব্য মুখ্যমন্ত্রীকে আপনি নয়, তুমি বলেই সম্ভোধন করা হয়েছে। কঙ্গনা হিন্দিতে 'তুম' বলে সম্ভোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এর থেকেই স্পষ্ট এই বিষয়টি নিয়ে কঙ্গনা ও শিবসেনার মধ্যে পরি'স্থি'তি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে তিনি কাশ্মীরি পন্ডিতদের পাশেও দাঁড়িয়ে এদিন বার্তা দিয়ে তিনি আরও বলেন, ''তুই আমার একটা উপকার করেছিস। আমি জানতাম কাশ্মীরি পণ্ডিতদের কী স'হ্য করতে হয়েছিল, কিন্তু এখন সেটা অনুভব করতে পারছি।'' 

কঙ্গনা বলেন, আমি দেশের কাছে প্রতি'জ্ঞা করছি, এবার শুধু অযোধ্যা নয়, কাশ্মীর নিয়েও একটা ছবি আমি বানাব। আমি জানি যেটা আমার সঙ্গে ঘ'টেছে তার কোনও কারণ রয়েছে। উদ্ধব ঠাকরে, এই নৃ'শং'সতা, এই স'ন্ত্রা'স যে আমার সঙ্গে হয়েছে সেটা ভাল হয়েছে। কারণ এর কিছু মানে রয়েছে। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।'' তিনি মুম্বাই পুলিশ ও বিএমসির কর্মীদের 'বাবর ও তার সেনা' বলে উল্লেখ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে