বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৫:১৯

তিল তিল করে গড়ে তোলা অফিস গু'ড়িয়ে দিয়েছে সরকার, সামনে দাঁড়িয়ে কাঁ'দছেন কঙ্গনা!

তিল তিল করে গড়ে তোলা অফিস গু'ড়িয়ে দিয়েছে সরকার, সামনে দাঁড়িয়ে কাঁ'দছেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক : মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনার ল'ড়া'ই তুঙ্গে। প্রথমে সুশান্তের মৃত্যু নিয়ে কঙ্গনা অ'ভিযো'গ করেছিলেন বলিউডের তাবড় তাবড় পরিচালক প্রযোজকদের বি'রু'দ্ধে। তারপর বলিউডে নে'পো'টিজ'ম এবং মা'দক চ'ক্র নিয়ে সরব কঙ্গনা মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। এরপরই শুরু হয় শিবসেনা-কঙ্গনা ল'ড়া'ই৷

এরই মাঝে বেআ'ইনি জমিতে কঙ্গনার অফিস তৈরির অ'ভিযো'গে তা ভে'ঙে গু'ড়িয়ে দেয় বৃহন্নমুম্বই কর্পোরেশন৷ যা নিয়ে ফের চ'র'মে ওঠে দ্ব'ন্দ্ব৷ ত'ড়িঘ'ড়ি সদ্য পাওয়া ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি নিয়ে মুম্বাই পৌঁছান অভিনেত্রী৷ ঘুরে দেখেন তার মনের মতো করে সাজানো অফিস৷ যা এখন শুধুই ধ্বং'সস্তু'পে পরিণত হয়েছে৷ এই দেখে চোখ জল কঙ্গনার৷ 

অনেক স্বপ্ন নিয়ে তিনি বানিয়েছিলেন তার প্রোডকশন হাউজের অফিস৷ তবে কঙ্গনাও দমবার পাত্রী নন৷ ভা'ঙা অফিসের সামনে দাঁড়িয়ে তিনি আওয়াজ তোলেন 'হর হর মহাদেব'! পালি হিলসে নার্গিস দত্ত রোডে কঙ্গনার এই অফিস। অফিস বললে কম বলা হয়। বরং বাংলো বা রাজপ্রাসাদ বলাই শ্রেয়। অভিজাত পল্লিতে এই অফিস 'মণিকর্ণিকা'র সাফল্যের পর বানান কঙ্গনা। ফলে অফিসের অনেক ইন্টেরিয়রই 'মণিকর্ণিকা'র থেকে অনুপ্রাণিত হয়ে।

গোটা অফিসের কোথাও এক টুকরো প্লাস্টিক নেই। পুরোটাই ইকো-ফ্লেন্ডলি সামগ্রী আর অর্গ্যানিক ফেব্রিক দিয়ে তৈরি। এই অফিসের মধ্যেই রয়েছে কঙ্গনার নিজস্ব স্টুডিও, ওয়ার্কপ্লেস। বেশিরভাগটাই খোলা আকাশের নীচে। অফিসটি তিন তলা। চার বছর ধ'রে নিজেরএই প্রোডাকশন হাউজটি তৈরির পরিক'ল্পনা করেছিলেন কঙ্গনা। অফিস তো ভা'ঙে'নি যেন কঙ্গনা মন ভা'ঙেছে৷ অনেক পরিশ্রমের ফল ছিল তার এই অফিস৷ ৪৮ কোটি টাকার এই প্রোডাকশন এখন শুধুই ধুলো আর ময়লায় পরিণত হয়েছে৷ সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে