বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ০৩:০৭:১৬

একের পর রেকর্ড, বিশ্বজুড়ে কেজিএফ ও আরআরআর সুনামি থামছে না

একের পর রেকর্ড, বিশ্বজুড়ে কেজিএফ ও আরআরআর সুনামি থামছে না

বিনোদন ডেস্ক : বিশ্ব বক্স অফিসে হাজার কোটির বেশি সংগ্রহ করেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আরআরআর’। আর ঠিক যেমনটা ভাবা হয়েছিল, বক্স অফিসে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র সুনামি দেখছে সিনেপ্রেমীরা, হাজার কোটির পথে। এই দুই মুভি একের পর রেকর্ড গড়ছে, বিশ্বজুড়ো কেজিএফ ও আরআরআর সুনামি থামছে না।

পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এই সিনেমায় দেখা মিলেছে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের। ২৫ মার্চ মুক্তি পায় এ সিনেমা।

ভারতের বিনোদনভিত্তিক পোর্টাল ফিল্মিবিট ডটকমের খবর, মুক্তির ৩৩ দিনে বিশ্ব বক্স অফিসে ‘আরআরআর’ সংগ্রহ করেছে ১১১৩.৬৭ কোটি রুপি (গ্রস)। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন, রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগনের পারিশ্রমিক বাদে সিনেমাটির বাজেট ৩৩৬ কোটি রুপি। সব মলিয়ে সিনেমাটির বাজেট ৪০০ কোটি রুপির বেশি।

অন্যদিকে ডিএনএ ইন্ডিয়ার খবর, মুক্তির ১২ দিনে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ বিশ্ব বক্স অফিসে সংগ্রহ করেছে ৯০৭.৩০ কোটি রুপি। হাজার কোটি সংগ্রহের পথে এ সিনেমা। ১৪ এপ্রিল ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা মুক্তি পায়। 

চলচ্চিত্র বিশ্লেষকেরা অনুমান করেছিলেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। বিশ্বব্যাপী তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় রেকর্ড ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’, যেখানে শুধু ভারতের ছয় হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে