বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি গত ১০ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছিলেন, আর বাবা হন চিত্রনায়ক শরিফুল রাজ। তাদের একমাত্র পুত্রসন্তানের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য। এবার মা হতে যাচ্ছেন আরকে জনপ্রয়ি অভিনেত্রী মাহিয়া মাহি।
সোমবার রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন মাহিয়া নিজেই।
মাহি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন— ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
মাহির মা হওয়ার সংবাদে আনন্দিত পরীমনি। মাহিকে জানিয়েছেন অভিনন্দন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি মাহিকে অভিনন্দন জানিয়ে লেখেন— কনগ্র্যাচুলেশন মাহিয়া মাহি সরকার। দল ভারি হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইইই.। অনেক দোয়া, অনেক ভালোবাসা।