এক্সক্লুসিভ ডেস্ক : হাইতির উপকূলে সাগরতলায় ক্রিস্টোফার কলম্বাসের জাহাজ সান্তা মারিয়ার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি করেছেন সমুদ্রতলে অনুসন্ধানকারী ব্যারি ক্লিফফোর্ড।
১১ বছর আগে প্রথম জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পান ক্লিফফোর্ড। এটাই যে সান্তা মারিয়ার ধ্বংসাবশেষ তার যথেষ্ট প্রমাণ ক্লিফফোর্ডের কাছে রয়েছে বলে দাবি করেছেন তিনি।
ক্লিফফোর্ড জানান, কলম্বাস প্রথমে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যে জাহাজে যাত্রা করেছিলেন সেই সান্তা মারিয়া জাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ৫০০ বছর আগে ওখানেই সান্তা মারিয়া ডুবেছিল বলে কলম্বাস জানিয়েছিলেন।
ক্লিফফোর্ড আরও জানান, ২০০৩ সালে যখন
...বিস্তারিত»