সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০২:১৩:২৫

তাহমিদ গুলশান হামলার আসামি নয়: মনিরুল

তাহমিদ গুলশান হামলার আসামি নয়: মনিরুল

নিউজ ডেস্ক : তাহমিদ গুলশান হামলার আসামি নয় বলে জানালেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

রবিবার বেলা ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক অনানুষ্ঠানিক ব্রিফিং-এ তিনি এ কথা বলেন।

৫৪ ধারায় গ্রেফতার থাকা ও সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া তাহমিদ সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, ‘তাহমিদ গুলশান হামলার মামলায় গ্রেফতার ছিল না। তার বিরুদ্ধে তথ্য আড়াল করা ও পুলিশকে অসহযোগিতার  অভিযোগ ছিল। এ কারণে আদালতে প্রসিকিউশানের আবেদন করা হয়।’

গুলশান হামলার মামলায় গ্রেফতার হাসনাত করিম সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, ‘হাসনাত করিম গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি। তাকে টিআইএফ সেলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনও প্রতিবেদন পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘গুলশান হামলার ঘটনায় কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করছে। ইতোমধ্যে বিভিন্ন অভিযানে মাস্টারমাইন্ডদের কয়েকজন মারা গেছেন। এছাড়া তদন্তে যাদের নাম এসেছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে জঙ্গি করিমের কিশোর ছেলের জবানবন্দির বিষয়ে তিনি বলেন, ‘করিমের ছেলের দেওয়া বর্ণনা থেকে গুলশানে হামলাকারীদের বিষয়ে পুলিশের আগে পাওয়া তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।’

নব্য জেএমবি ইস্যুতে মনিরুল ইসলামের মন্তব্য, ‘এরা কখনও নির্মূল হয় না। সুযোগ পেলে আবারও হামলা চালাতে পারে।’
০৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে