নিউজ ডেস্ক : সফররত ইংল্যান্ড ক্রিকেট দলকে বিশ্বমানের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমাদের যে সমঝোতা হয়েছিল, সে অনুযায়ী তাদের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট টিম বা ইংল্যাণ্ড টিমের মাঠে আসা-যাওয়ার সময় ভিভিআইপিদের যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, সেভাবে নিরাপত্তা দেওয়া হবে।’
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘দর্শনার্থীরা ১, ৩, ৪ এবং ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবে। তাদের আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। এছাড়া বিসিবি ও পুলিশ তাদের তল্লাশি করতে পারবে। ’
তিনি আরো বলেন, ‘কোনও প্রকার দাহ্য পদার্থ ও ছুরি নিয়ে মাঠে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। খেলার আগের দিন সন্ধ্যা থেকে স্টেডিয়ামের সব দোকান বন্ধ থাকবে। ব্যবসায়ীদের লিখিত দিতে হবে যে, তাদের দোকানে কোনও বিস্ফোরক দ্রব্য নেই।’
মাঠে খেলার দিন ও খেলা চলাকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্টিকার ব্যতীত কোনও গাড়ি স্টেডিয়ামের ভেতর প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি