মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৮:৪৩:১৫

শিক্ষামন্ত্রীর পথ আটকে বিক্ষোভ ছাত্রীদের

শিক্ষামন্ত্রীর পথ আটকে বিক্ষোভ ছাত্রীদের

ঢাকা : দাবি আদায়ের লক্ষ্যে প্রায় ছয় ঘণ্টা সড়ক অবরোধের পর রাজধানীর পলাশীতে শিক্ষামন্ত্রীর পথ আটকে বিক্ষোভ করছেন সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। আজিমপুরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি এই কলেজকে ইনস্টিটিউট করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেই দাবীর অংশ হিসেবে তারা কলেজ সংলগ্ন নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করেন, যাতে আজিমপুর থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে।

আজ বিকালে ওই এলাকার ব্যানবেইস মিলনায়তনে পূর্ব নির্ধারিত একটি কর্মসূচিতে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জানতে পেরে সড়ক ছেড়ে ছাত্রীরা ব্যানবেইসের কম্পাউন্ডে ঢুকে পড়েন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও ফটকের ভিতরে অবস্থান নিয়ে ছাত্রীদের বিক্ষোভ করতে দেখা যায়। অন্যদিকে ভিতরে রয়েছেন শিক্ষামন্ত্রী নাহিদ।

কলেজের শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান বলেন, মন্ত্রী ভিতরে অবস্থান করছেন। কিন্তু আমরা এখনও তার সঙ্গে দেখা করতে পারিনি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি চাই। ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করা হলে সহ-শিক্ষা চালু হবে।

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্র সাহা বলেন, শিক্ষার্থীরা রাস্তায়। মন্ত্রী ব্যানবেইসের একটি অনুষ্ঠানে আছেন।

৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে